আইইবির বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-09-2021

আইইবির বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী পদবী লেখার বৈধতা ও উপ-সহকারী প্রকৌশলী পদবী পরিবর্তনসহ অযৌক্তিক বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ কারগরি ছাত্র পরিষদ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ টেকনিক্যাল শাখার আহ্বায়ক মো. আরমান হোসেন।

এসময় বক্তারা ইঞ্জিনিয়ারার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নির্বাহী কমিটির ৭২৩ তম সভার বিজ্ঞপ্তিতে ৭নং এজেন্ডায় প্রকাশিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানান। 

বিক্ষোভ সমাবেশে এসময় রেজওয়ান, তুর্য, লিয়ন, অতিক. মুসফিকসহ বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ টেকনিক্যাল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা