ধুনটে বেগুন চাষির স্বপ্ন কেড়ে নিল দুর্বৃত্তরা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-09-2021

ধুনটে বেগুন চাষির স্বপ্ন কেড়ে নিল দুর্বৃত্তরা

বগুড়ার ধুনট উপজেলায় গোলাম মোস্তফা নামে এক বেগুন চাষির স্বপ্ন কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা। এনজিও থেকে ঋণ নিয়ে ১৫ শতক জমিতে বেগুন চাষ করেছিলেন তিনি। কিন্তু রাতের আধারে কে কা কারা ওই চাষির সমস্ত জমির বেগুন গাছ কেটে বিনষ্ট করেছে। এতে ওই কৃষকের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের গোলাম মোস্তফা স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে ১৫ শতক জমিতে বেগুন গাছ রোপণ করেন। গাছগুলোতে পরিপক্ব হয়ে উঠেছিল। শনিবার রাতের আধারে দুর্বৃত্তরা কাস্তে দিয়ে তার জমির সমস্ত বেগুন গাছ কেটে ফেলে রেখে যায়। পরদিন রবিবার গোলাম মোস্তফা তার জমিতে গিয়ে সবগুলো বেগুন গাছই কাটা দেখতে পান।

কৃষক গোলাম মোস্তফা বলেন, চাষবাদ করেই কোনোমতে সংসার চালাই। এনজিও থেকে ঋণ নিয়ে ১৫ শতক জমিতে বেগুন গাছ রোপণ করেছিলাম। কিন্তু কে বা কারা আমার বেগুন গাছগুলো কেটে ফেলে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা