দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াত শুরু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-09-2021

দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াত শুরু

মহামারি করোনার কারণে দেড় বছর পর গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে দর্শনা আন্তর্জাতিক স্থল চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট যাত্রীরা যাতায়াত শুরু করেছে।

দর্শনা ইমিগ্রেশন ওসি মো. আব্দুল আলীম জানান, করোনা মহামারির কারণে গত ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ হয়ে যায়। এ বছরে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের পর গত ১৭ মে থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু ভারতের গেদে চেকপোস্টে মেডিকেল বুথ না থাকায় ভারতগামী কোনো যাত্রী তারা নিতে পারেননি। শুধুমাত্র ভারত থেকে দর্শনা চেকপোস্টের মাধ্যমে পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে এসেছে। রবিবার থেকে উভয় দেশের মধ্যে যাতায়াত শুরু হয়েছে।

দর্শনা বিজিবি চেকপোস্ট টহল কমান্ডার সুবেদার আঙ্গুর মিয়া জানান, সকালে বাংলাদেশগামী পাসপোর্ট ধারীদের প্রবেশানুমতি থাকলেও ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের প্রবেশে অনুমতি না পাওয়ায় যাতায়াত সাময়িক বন্ধ থাকে, অবশেষে বেলা একটার পর অনুমতি সাপেক্ষে উভয় দেশের মধ্যে যাতায়াত শুরু হয়।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা