চুরির অভিযোগে শিশুকে নির্যাতন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-09-2021

চুরির অভিযোগে শিশুকে নির্যাতন

গাজীপুরের কালিয়াকৈরে ডাইনকিনি এলাকায় চুরির অপবাদে এক শিশুকে খুটিতে বেঁধে নির্যাতন অভিযোগ উঠেছে।
শিশুটি হলো সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মাঝ দক্ষিণ এলাকার সুবাহান মিয়ার ছেলে নাহিদ (১১)। কালিয়াকৈর উপজেলা ডাইনকিনি শহিদের বাসার  ভাড়া থেকে তার পিতা একটি কারখানায় চাকরি করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা ডাইনকিনি এলাকায় রবিবার  সকালে  রঞ্জিত মেডিকেল হল নামক ওষুধের দোকানে  নাহিদ নামের ছেলেটি চুরি করেছে বলে সন্দেহ হয়। পরে দোকানের সামনে খুঁটিত দিয়ে বেঁধে রাখে নির্যাতন করা হয়। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ছেলেটিকে উদ্ধার করেন।

রঞ্জিত মেডিকেল হলের ডাক্তার নিহির সরকার জানান, আমার দোকানে চুরি করতে এসেছিল। তাই দোকানের সামনে বেঁধে রেখেছিলাম কিছুক্ষণ পরে পুলিশ এসে বাচ্চাটিকে নিয়ে গেছে।
কালিয়াকৈর থানার এস আই সুকান্ত কুমার জানান, ছেলেটিকে উদ্ধার করা হয়েছে। থানায় এসে ছেলেটির মা নাছিমা বেগমের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা