অবশেষে মাঠে ফিরলেন তামিম ইকবাল


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-09-2021

অবশেষে মাঠে ফিরলেন তামিম ইকবাল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বার্তা দিয়ে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও দেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এরপর তাকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তামিম ফেসবুকে যখন বিশ্বকাপে না খেলার ঘোষণা দেন তখন তিনি বিশ্রামে ছিলেন। বিশ্রামের কারণেই জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ আর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি তিনি।

কেননা, হাঁটুর চোটের কারণে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের পর থেকেই খেলার বাইরে ছিলেন তিনি। সম্পূর্ণ সুস্থ হতে তার ৮-১০ সপ্তাহ বিশ্রাম দরকার ছিল।

বিশ্রাম শেষে অবশেষে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেট বোলারদের নিয়ে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।

এদিকে,টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও নেপালে একটি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে তামিমের। সেটিও টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এরই মধ্যে বিসিবি থেকে অনাপত্তিপত্রও নিয়েছেন তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) নামের সেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা