ঝিনাইদহে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ৩


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-07-2021

ঝিনাইদহে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ৩

ঝিনাইদহে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ৩ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোররাতে মহেশপুর উপজেলার মাটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- নড়াইল জেলার কালিয়া থানার দুশোহাটি গ্রামের মদন মোহন সরকারের ছেলে শ্রী প্রভাষ সরকার (২৮), খুলনা জেলার ডুমুরিয়া থানার রুপনগর গ্রামের অগর বৈরাগীর ছেলে শ্রী অচ্যুৎ কুমার বৈরাগী (৩৪) ও গোপালগঞ্জ এলাকার টুঙ্গীপাড়া থানার শালুকা গ্রামের অধির বালার ছেলে শ্রী আশিক বালা (২৭)।বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে সীমান্ত এলাকায় অভিযান চালায় বিওপি সদস্যরা। সে সময় ৩ জন পুরুষকে আটক করে। আটককৃদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা