বরিশালে বিভিন্ন দাবিতে নির্মাণ শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-09-2021

বরিশালে বিভিন্ন দাবিতে নির্মাণ শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

ইমারত নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদান ও সারা বছর কর্মসংস্থানের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সংগঠনের জেলা সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, জেলা গনসংহতি আন্দোলনের সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নীলু, ট্রেড ইউনিয়ন নেতা এ,কে আজাদ ও হারুন অর রশিদ বিশ্বাসসহ অন্যান্যরা। 

মানববন্ধনে বক্তারা নির্মাণ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা প্রদান ও সারা বছর কাজের ক্ষেত্র তৈরি করার জন্য সরকারের কাছে দাবি জানান। সমাবেশ শেষে একই দাবিতে সদর রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা