ফরিদপুর কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-09-2021

ফরিদপুর কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় কে এম কামরুল আহসান (৪০) নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে।

কামরুল আহসান ফারিদপুর পৌরসভার কমলাপুর এলাকার বাসিন্দা। তিনি ভাঙ্গা এলজিডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী। 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, সকালে ফরিদপুর থেকে মোটরসাইকেল যোগে ভাঙ্গায় কর্মস্থলে আসার সময় ফরিদপুর থেকে ভাঙ্গাগামী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-৮৭৯৯) প্রকৌশলীর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। আমরা ট্রাকটিকে আটক করেছি। চালক পলাতক রয়েছে।

ভাঙ্গা উপজেলা প্রকৌশলী আঃ মালেক জানান, রবিবার সাড়ে ১১টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে উপ-সহকারী প্রকৌশলী কামরুল আহসানের মৃত্যু হয়। তিনি নিজ বাড়ি থেকে কর্মস্থলে আসছিলেন। মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা