বিবিসি ও এএফপি’র প্রতিবেদন করোনার মধ্যেই ব্রিটেনে ‘ম্যাড কাউ’ রোগ শনাক্ত, আতঙ্ক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-09-2021

বিবিসি ও এএফপি’র প্রতিবেদন করোনার মধ্যেই ব্রিটেনে ‘ম্যাড কাউ’ রোগ শনাক্ত, আতঙ্ক

করোনাভাইরাস মহামারীর মধ্যে ব্রিটেনে এবার বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি (বিএসই) রোগ শনাক্ত হয়েছে। এই রোগটি ‘ম্যাড কাউ’ রোগ নামে পরিচিত।

এ রোগে আক্রান্ত হয়ে একটি গবাদিপশুর মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এএফপি ও বিবিসি

অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট হেলথ এজেন্সি (এপিএইচএ) জানিয়েছে, মৃত প্রাণীটিকে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সোমারসেটের একটি খামার থেকে সরানো হয়েছে।

এ মুহূর্তে খামারটিতে খাদ্য নিরাপত্তাসংক্রান্ত কোনও ঝুঁকি নেই বলে জানিয়েছে এপিএইচএ। ওই খামারে রোগটির সংক্রমণ কীভাবে হলো, তা তদন্ত করা হচ্ছে।

প্রধান ভেটেরিনারি অফিসার ক্রিস্টিন মিডলমিস বলেন, ‘যুক্তরাজ্যের খাদ্য নিরাপত্তার সামগ্রিক ঝুঁকি নিয়ন্ত্রিত রয়েছে এবং জনস্বাস্থ্যে কোনো ঝুঁকি নেই।’

যুক্তরাজ্যে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত পাঁচটি পশুর শরীরে ‘ম্যাড কাউ’ রোগ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে এপিএইচএ।

এর আগে গত শতকের নব্বইয়ের দশকে রোগটি দেশটিতে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। সে সময়ে ‘ম্যাড কাউ’ রোগ নিয়ন্ত্রণে লাখ লাখ গরু হত্যা করা হয়েছিল।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা