বিশ্বনাথে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-09-2021

বিশ্বনাথে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অস্ত্র আইনে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম ইউসুফ আলী (৩০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের আতাপুর গ্রামের মো. তৈমুছ আলীর ছেলে। 

আজ রবিবার দুপুরে তাকে সিলেট আদালতে সোর্পদ করা হয়। এর আগে, গতকাল শনিবার (১৮ আগস্ট) রাতে সদর ইউনিয়নের ধীতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আসামি ইউসুফ আলীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানার দায়ের হওয়া মামলায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই আফতাবুজ্জামান রিগ্যান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এই আসামি পালিয়ে বেড়াচ্ছিল। পরে গতকাল শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ রবিবার তাকে কারাগারে পাঠানো হয়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা