মাধ্যমিক বিদ্যালয় থেকে মেয়েদের বাদ দিলো তালেবান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-09-2021

মাধ্যমিক বিদ্যালয় থেকে মেয়েদের বাদ দিলো তালেবান

আফগানিস্তানে মাধ্যমিক বিদ্যালয় পুনরায় খুলেছে। তবে কেবল পুরুষ শিক্ষক ও ছেলে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলেছে তালেবান সরকার। গোষ্ঠীটির প্রকাশিত বিবৃতিতে মেয়ে বা নারী শিক্ষার ব্যাপারে কোনো কথা উল্লেখ করা হয়নি। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার মাধ্যমিক বিদ্যালয় খোলার ব্যাপারে বিবৃতি প্রকাশ করেছে তালেবান। সেখানে বলা হয়, সব পুরুষ শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসে ফেরা উচিত।

সাধারণত মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা পড়ে থাকেন। আবার অধিকাংশ স্কুলই আলাদা। ফলে তালেবানরা সহজেই নারীদের স্কুল থেকে বাদ দিতে পারছে।

আফগানিস্তানের স্কুল পড়ুয়া এক মেয়ে শিক্ষার্থী বলেন, তিনি বিধ্বস্ত। চারপাশে সবকিছুই অন্ধকার দেখাচ্ছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা