যে কারণে থাইল্যান্ডে ট্যাক্সির ছাদে সবজি চাষ করে প্রতিবাদ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-09-2021

যে কারণে থাইল্যান্ডে ট্যাক্সির ছাদে সবজি চাষ করে প্রতিবাদ

থাইল্যান্ডে বেকার ট্যাক্সিচালকদের সংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। মহামারিতে থমকে পড়েছে দেশটির পর্যটনখাত। বন্ধ আছে ট্যাক্সি। ফলে বেশিরভাগ ট্যাক্সিচালকরা বাধ্য হয়েছেন গ্রামে ফিরে যেতে।

জানা গেছে, বেকার সমস্যা সমাধানে অভিনব এক প্রতিবাদের ভাষা খুঁজে বের করেছে থাইল্যান্ডের ট্যাক্সিচালক ইউনিয়ন। বাঁশের খাঁচায় কালো প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে বাগান। প্রথমে এটা শুরু করেন দুটি ট্যাক্সিচালক ইউনিয়নের সদস্যরা। পরে অন্যরাও প্রতিবাদের এই শান্তিপ্রিয় পদ্ধতিটি গ্রহণ করেন।

নিজ নিজ ট্যাক্সির ছাদে চাহিদার যোগান দিতে সবজি ফলাচ্ছেন তারা। ট্যাক্সির ছাদে সবজি একাধারে তাদের প্রতিবাদের ভাষা এবং কর্মহীন মানুষের মুখে আহার তুলে দেওয়ার প্রয়াস। 

সূত্র: সিটিভি নিউজ


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা