পিরোজপুরে বন্দুক ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার


সিনিয়র রিপোর্টার মোঃ আনোয়ার শিকদার , আপডেট করা হয়েছে : 18-09-2021

পিরোজপুরে বন্দুক ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলার পশ্চিম চালিতাখালী গ্রাম থেকে পলাশ সিকদার (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পলাশ সিকদার চালিতাখালী গ্রাম গ্রামের আফজাল সিকদারের ছেলে। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক মো. জাকারিয়ার নেতৃতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করে। পলাশ অস্ত্র ব্যবসার পাশাপাশি ডাকাতির সাথে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পলাশকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, পলাশের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এ বিষয়ে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা