দ্বিতীয় দিনেও করোনায় মৃত্যুহীন চট্টগ্রাম


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-09-2021

দ্বিতীয় দিনেও করোনায় মৃত্যুহীন চট্টগ্রাম

করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হয়ে উঠছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও চট্টগ্রামে করোনার কারণে কোনো মৃত্যু নেই। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৩ জন আক্রান্ত হয়েছেন। 

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে। তাছাড়া এ পর্যন্ত করোনায় চট্টগ্রামে ১ লাখ ১ হাজার ২৩৫ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করলে দিন দিন শনাক্ত আরও কমে আসবে বলে জানান তিনি।

আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬৩ জন আক্রান্তের মধ্যে চট্টগ্রাম নগরীতে ২৯ জন এবং চট্টগ্রাম জেলার উপজেলাগুলোতে ৩৪ জন রয়েছেন। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায় ১৪ জন। এছাড়া বাঁশখালী উপজেলায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা