নড়াইলে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-09-2021

নড়াইলে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি

নড়াইলে হঠাৎ করে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক-নার্সরা হিমশিম খাচ্ছেন। নড়াইল আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আলিমুজ্জামান সেতু এসব তথ্য জানান।

তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত কারণে এ রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ হাসপাতালে শিশু ভর্তির শয্যা সংখ্যা ২২। কিন্তু শিশুর নিউমোনিয়া বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এ হাসপাতালটিতে দেড়শ শিশু নিউমোনিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।

হাসপাতালে ভর্তি থাকা শিশুর স্বজন মেহেদী হাসান রানা বলেন, বেড না পেয়ে হাসপাতালের বারান্দায় ঠাঁই হয়েছে আমাদের। বারান্দায় বৈদ্যুতিক পাখা না থাকায় সুস্থ হতে এসে আরো অসুস্থ হয়ে পড়েছি। হাসপাতালে শিশুর শয্যা সংখ্যা বাড়ানোর জন্য তিনি দাবি জানিয়েছেন।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু জানান, শিশুর নিউমোনিয়া পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এ হাসপাতালের চিকিৎসক-নার্সরা আন্তরিকভাবে সেবা প্রদান করে যাচ্ছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা