যতদিন বাঁচবেন, কানে বাজবে নন্দীগ্রামে হেরেছি : মমতাকে শুভেন্দুর খোঁচা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-09-2021

যতদিন বাঁচবেন, কানে বাজবে নন্দীগ্রামে হেরেছি : মমতাকে শুভেন্দুর খোঁচা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে খোঁচা দিলেন তারই সাবেক প্রতিদ্বন্দ্বী নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শনিবার তমলুকের নিমতৌড়িতে এক রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি বলেন, ‘নন্দীগ্রামে হেরেছিলেন। ভবানীপুরেও হারবেন।’ খবর টিভিনাইন এর।

বিজেপির এই বিধায়ক বলেন, ‘কে বলেছিল তাকে নন্দীগ্রামে দাঁড়াতে? প্রায় ৮০ হাজার ভোটে তাকে জিতিয়ে দেওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নন্দীগ্রামের মানুষ আমাকে এক হাজার ৯৫৬ ভোটে জিতিয়েছেন। যতদিন উনি বাঁচবেন ততদিন তার কানে বাজবে, শুভেন্দুর কাছে হেরেছি।’

মমতা ব্যানার্জী গতকাল শুক্রবার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই মনোনয়নপত্র দাখিলের ২৪ ঘণ্টার মধ্যে নন্দীগ্রামের হারের কথা মনে করিয়ে দিলেন শুভেন্দু। এদিকে, ভবানীপুর উপনির্বাচনে মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপির রাজ্য যুব শাখার সহসভাপতি প্রিয়াংকা টিবরিওয়াল।

উল্লেখ্য, এর আগেও মমতাকে আক্রমণ করে নানা রকম বক্তব্য রেখেছেন শুভেন্দু। যদিও তিনি একসময় তৃণমূলের মন্ত্রী ও মমতার খুবই কাছের লোক ছিলেন। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন এবং সেই মমতার বিরুদ্ধেই ভোটে দাঁড়ান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা