নওগাঁয় পৌর মেয়রসহ তিন নেতাকে গ্রেফতারের প্রতিবাদ বিএনপির


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-09-2021

নওগাঁয় পৌর মেয়রসহ তিন নেতাকে গ্রেফতারের প্রতিবাদ বিএনপির

নওগাঁয় পৌর মেয়রসহ তিন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। এসময় দলটির সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়। শনিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গ্রেফতার তিন নেতা হলেন-নওগাঁয় পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান।

জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ মার্চ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালায়। পরে পুলিশ বিএনপির নেতাকর্মীদের নামে দুইটি পৃথক মামলা দায়ের করেন। সেই মামলায় বিএনপির ৫৭ জনসহ অজ্ঞাত আরো নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। সেই মামলায় গ্রেফতার ব্যক্তিরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। কিন্তু গত ১৬ সেপ্টেম্বর সেই মামলায় হাজিরা দিতে গেলে ওই তিন নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, যা একটি অন্যায় ও অবিচার। 

এসময় জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক নান্নু, মোস্তাফিজুর রহমান, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা, সারোয়ার কামাল চঞ্চলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা