টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-07-2021

টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেই আসামি হলেন স্থানীয় বাঙালি মো: মজিবুর রহমান। সে টেকনাফ পশ্চিম লেদার আবুল খায়ের এর ছেলে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্প-২৪ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার ১৬ আমর্ড ব্যাটালিয়ন পুলিশ এপিবিএন এর অধিনায়ক মো: তরিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, নিয়মিত সন্ত্রাসী ও মাদক অভিযানে ক্যাম্প-২৪ (লেদা) এর এ ব্লকস্থ জয়নালের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এজাহার নামীয় ও ওয়ারেন্টভুক্ত আসামি।

তিনি আরও জানান, এছাড়াও গ্রেফতারকৃত আসামি স্থানীয় বাঙালী সন্ত্রাসী সিদ্দিক গ্রুপের সদস্য বলে ক্যাম্প এলাকায় জনশ্রুতি রয়েছে। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা