দুই দিনে ১১০০ কোটি রুপির স্কুটার বিক্রি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-09-2021

দুই দিনে ১১০০ কোটি রুপির স্কুটার বিক্রি

ইলেক্ট্রিক স্কুটার বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে ওলা ইলেকট্রিক। মাত্র দুই দিনে ১১০০ কোটি রুপির বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে এই সংস্থাটি। এখন আর ক্রয় করা করা যাচ্ছে ওলার স্কুটার। আগামী নভেম্বরে আবার বিক্রিতে আসবে ভারতের এই কোম্পানিটি। 

শুক্রবার টুইট করে ওলা ইলেকট্রিক জানিয়েছে, মাত্র দুই দিনে ১১শ’ কোটির রুপির বেশি স্কুটার বিক্রি করেছে তাদের সংস্থা। 

গত জুলাই মাসে প্রি-বুকিং সুবিধা চালু করেছিল প্রতিষ্ঠানটি। প্রি বুকিং উইন্ডো চালু করার ২৪ ঘণ্টার মধ্যেই লক্ষাধিক কাস্টমার তাদের ইলেকট্রিক স্কুটার বুক করেছিলেন। যদিও প্রতিটা প্রি-বুকিংয়ের জন্য দিতে হয়েছিল ৪৯৯ টাকা করে।

গত ১৫ সেপ্টেম্বর থেকে ওলা এস১ ও এস১ প্রো সিরিজের স্কুটার বিক্রি শুরু হয় । বিক্রি শুরু পর থেকেই প্রতি সেকেন্ডে চারটি করে স্কুটার বিক্রি হয়েছে ওলার।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)