সীমান্তে সাড়ে ২২ কেজি রূপা জব্দ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-09-2021

সীমান্তে সাড়ে ২২ কেজি রূপা জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর গ্রাম থেকে ২২ কেজি ৬০০ গ্রাম রূপার গহনা জব্দ করেছে বিজিবি। জব্দ করা রূপার গহনারমূল্য ২৯ লাখ ৬ হাজার ৩৭০ টাকা।

আজ শনিবার দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেছে চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি ব্যাটালিয়ন।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সীমান্তের মুন্সিপুর এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ভারত থেকে অবৈধ পথে আসা তিন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা তিনটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো থেকে ২২ কেজি ৬০০ গ্রাম রূপার গহনা জব্দ করা হয়।

বিজিবি পরিচালক আরও জানান, জব্দ করা রূপার গহনাগুলো দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল গাফফার বাদী হয়ে একই থানার একটি মামলা দায়ের করেছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা