ফুলবাড়ীতে ভারী বৃষ্টিপাত, জনদুর্ভোগ চরমে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-09-2021

ফুলবাড়ীতে ভারী বৃষ্টিপাত, জনদুর্ভোগ চরমে

এ উপজেলায় গত কয়েকদিন ধরে মৌসুমী বায়ুর প্রভাবে আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি দেখা দিয়েছে। থেমে থেমে কখনো রোদ, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় প্রান্তিক কৃষক-কৃষানিরা চরম ভোগান্তিতেই পড়েছেন।

এদিকে, ভারী বৃষ্টিপাত হলেই ফুলবাড়ী উপজেলা পরিষদসহ সদরের বিভিন্ন সড়কে হাঁটু পানিতে ভ্যান-চালক, অটো-চালক, জনসাধারণসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরাও চরম দূর্ভোগে পড়ে।

উপজেলার কুরুষাফেরুষা গ্রামের ভ্যান-চালব বাবুল চন্দ্র রায় ও অটো-চালক গোলজার হোসেন জানান, বৃষ্টির কারণে গত দুই দিন ধরে কোন ভাড়া পাচ্ছি না। তারা দুজনেই গ্যারেজে বসে দিন পার করেছেন।

সেখানকার কবিরমামুদ এলাকার ভ্যান চালক মুসা মিয়া জানান, ভাড়ার আশায় সকাল থেকেই ফুলবাড়ী সদরের বটতলা মোড়ে বসে আছি। সকাল থেকেই মূষূলধারে বৃষ্টি। তাই বৃষ্টির মধ্যে কোন ভাড়া না পেয়ে দুপুরে ১২ টা পর্যন্ত বসে আছি। জানি না কখন বৃষ্টি থামবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা