নদীর তীর থেকে মাটি কাটার দায়ে ৩ ব্যবসায়ীকে দণ্ড


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-09-2021

নদীর তীর থেকে মাটি কাটার দায়ে ৩ ব্যবসায়ীকে দণ্ড

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি এক্সকেভেটর ও একটি পন্টুন জব্দ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। 

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী উবাসে মং জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে সোহেল গাজীকে (২১) ১ লাখ টাকা, আলাউদ্দিন হাওলাদারকে (২৫) ১ লাখ টাকা এবং সুমন মৃধাকে (২৩) ১ লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা