ইতালিতে কর্মজীবীদের জন্য গ্রিন পাস বাধ্যতামূলক করার ঘোষণা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-09-2021

ইতালিতে কর্মজীবীদের জন্য গ্রিন পাস বাধ্যতামূলক করার ঘোষণা

কর্মজীবীদের জন্য ইউরোপের প্রথম দেশ হিসেবে গ্রিন পাস বাধ্যতামূলক করার ঘোষণা দিলো ইতালি। যে কোনো কাজে- যেমন রেস্তোঁরা, যাদুঘর, জিমে প্রবেশের ক্ষেত্রেও পাসটি বাধ্যতামূলক করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে ইতালি। এরই মধ্যে গ্রিন পাস প্রদর্শনে ব্যর্থ হলে কর্মীদের বরখাস্তের নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ। একিদে, এ ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে দেশটির সাধারণ মানুষ।

তারা মনে করেন এ সিদ্ধান্তকে নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ। যদিও ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। তারা দাবি করেছেন, মূলত সব মানুষকে দ্রুত টিকাদানের আওতায় আনতেই তাদের এ সিদ্ধান্ত।

সূত্র : বিবিসি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা