করোনায় মৃত্যু ছাড়াল ৪১ লাখ ৫০ হাজার


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-07-2021

করোনায় মৃত্যু ছাড়াল ৪১ লাখ ৫০ হাজার

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৭৭২ জন। এ নিয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখ ৫০ হাজার ৮৫৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৬২৮ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ১৮৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৪১৮ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৫৯৪ জন আর মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ১৭২ জন।করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ২৯ হাজার ৭০৪ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫০২ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৯২ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৭ হাজার ১৩৪ জনের।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা