ভাসানচর থেকে পালাতে গিয়ে ১৮ রোহিঙ্গা আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-09-2021

ভাসানচর থেকে পালাতে গিয়ে ১৮ রোহিঙ্গা আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন ১৮ জন রোহিঙ্গা নাগরিক।

আটকদের মধ্যে ১০ জন শিশু ও আটজন প্রাপ্তবয়স্ক। তবে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ-প্রশাসন তাদের নাম ও পরিচয় জানাতে পারেনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চেয়ারম্যানঘাট এলাকা থেকে তাদের আটক করেন স্থানীরা। পরে রাত আড়াইটার দিকে তাদের পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল জানান, ভাসানচর আশ্রয়ণকেন্দ্র থেকে নৌকাযোগে পালানোর সময় চেয়ারম্যানঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮ রোহিঙ্গাকে আটক করেন। আটক রোহিঙ্গাদের পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা