২৪ ঘণ্টায় মৃত্যুহীন ৩৮ জেলা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-09-2021

২৪ ঘণ্টায় মৃত্যুহীন ৩৮ জেলা

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা জেলায়। অন্য জেলাগুলোয় মৃত্যুর সংখ্যা ১ থেকে ৪ জন। তবে এই সময়ে দেশের ৬৪ জেলার মধ্যে ৩৮টিতেই কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। শতভাগ মৃত্যুহীন ছিল রংপুর বিভাগ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৬১৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯০১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬.৬৪ শতাংশ, যা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। এই সময়ে মারা গেছেন ৫১ জন, যা আগের দিনের চেয়ে ১৬ জন বেশি। মৃতদের মধ্যে ২০ জন ঢাকা বিভাগে, ১১ জন চট্টগ্রাম বিভাগে, পাঁচজন খুলনা বিভাগে, পাঁচজন সিলেট বিভাগে, চারজন রাজশাহী বিভাগে, তিনজন বরিশাল বিভাগে ও তিনজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলাতেই কোনো মৃত্যু হয়নি।

এ ছাড়া ঢাকা বিভাগের ১৩ জেলার মধ্যে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল; ময়মনসিংহের ৪ জেলার মধ্যে নেত্রকোনা, জামালপুর ও শেরপুর; চট্টগ্রামের ১১ জেলার মধ্যে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, লক্ষীপুর ও ব্রাহ্মণবাড়িয়া; রাজশাহীর ৮ জেলার মধ্যে নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ ও জয়পুরহাট; খুলনার ১০ জেলার মধ্যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা; বরিশালের ৬ জেলার মধ্যে পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি এবং সিলেটের ৪ জেলার মধ্যে সুনামগঞ্জ ও হবিগঞ্জে কেউ মারা যাননি। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৮ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩২ জন ছিলেন পুরুষ ও ১৯ জন নারী। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২৮ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১৫ জন পঞ্চাশোর্ধ্ব, পাঁচজন চল্লিশোর্ধ্ব, দুজন ত্রিশোর্ধ্ব ও  একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। নমুনা পরীক্ষায় গত এক দিনে সর্বনিম্ন শনাক্তের হার ছিল রাজশাহী বিভাগে ২.৮১ শতাংশ। এ ছাড়া সিলেট বিভাগে ৪.৯২ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৫.৩৭ শতাংশ, রংপুর বিভাগে ৬ শতাংশ, বরিশাল বিভাগে ৬.৬৪ শতাংশ, খুলনা বিভাগে ৭.২২ শতাংশ, ঢাকা বিভাগে ৭.২৯ শতাংশ ও ময়মনসিংহ বিভাগে ৮.৯৮ শতাংশ ছিল শনাক্তের হার।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা