পরিবহন শ্রমিকদের দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-09-2021

পরিবহন শ্রমিকদের দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিলেটের বিয়ানীবাজারে ট্রাক ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের শেওলা এলাকায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।  

সংঘর্ষের কারণ বা আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংঘর্ষের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওনি) হিল্লোল রায় বলেন, পরিবেশ বর্তমানে শান্ত। পুলিশ উভয়পক্ষের সাথে কথা বলে ঘটনার কারণ জানার চেষ্টা করছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা