ওমরাহ করতে গেলেন ৭ ক্রিকেটার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-09-2021

ওমরাহ করতে গেলেন ৭ ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে টানা কয়েকটি সিরিজ শেষে ক্রিকেটারদের আপাতত ছুটি দেওয়া হয়েছে।

এরই মাঝে পবিত্র ওমরাহ পালন করতে দেশ ছেড়েছেন বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ৫ ক্রিকেটারসহ মোট সাতজন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। এ ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বাইরে তাইজুল ইসলাম ও জাকির হাসানও রয়েছেন তাদের সঙ্গে।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে খবরটি নিশ্চিত করেছেন। তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন।

জানা যায়, ওমরাহ শেষে ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা। আর ৪ অক্টোবর বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়বে জাতীয় দল। আসরের প্রথম পর্বে ওমানে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা