ঈদ আনন্দ বিষাদে রূপ নিয়েছে ছাত্রলীগ-ছাত্রদল নেতার


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-07-2021

ঈদ আনন্দ বিষাদে রূপ নিয়েছে ছাত্রলীগ-ছাত্রদল নেতার

লকডাউনে সকল পর্যটন কেন্দ্র বন্ধ। এরপরও ঈদ আনন্দ উপভোগে বন্ধুরা মিলে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলো তারা। কিন্তু সেই আনন্দ বিষাদে রূপ নিয়ে ফিরেছে ঘরে। কক্সবাজার মেরিনড্রাইভ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসাথে বেড়াতে যাওয়া ছাত্রলীগ-ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তাদের আরও তিন বন্ধু।

আহতদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলা অংশের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ওসমানের ছেলে কফিল উদ্দিন রিফাত (২০)। তিনি কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক। নিহত অপরজন হলেন কক্সবাজার শহরের কলাতলীর জালাল আহমদের ছেলে মোহাম্মদ আসিফ ইকবাল (২৩)। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।আহতদের মাঝে কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ছলিমুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর পরিচয় পাওয়া গেলেও বাকি দুই জনের নাম জানা যায়নি।

হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মিজানুল হক বলেন, রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় পরস্পর বিপরীতমুখী দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুইটির পাঁচ আরোহী আহত হন, তাদের পুলিশের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। মোটরসাইকেল দুইটি সংঘর্ষে চুরমার হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

কক্সবাজার সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এএসআই মো. রিপন চৌধুরী বলেন, আহত পাঁচ জনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লাশ দুইটি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে বলে জানান এএসআই রিপন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা