বরিশালে একদিন আগে জবাই করা মহিষের মাংসসহ ৩ জন আটক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 16-09-2021

বরিশালে একদিন আগে জবাই করা মহিষের মাংসসহ ৩ জন আটক

বরিশাল নগরীর দপদপিয়া টোল প্লাজা থেকে এক দিন আগে জবাই করার মহিষের ৪০ কেজি মাংসসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আটক করা হয়। এরা হলো নগরীর বটতলা এলাকার শাহজাহানের ছেলে মো. রিপন, একই এলাকার আইয়ুব আলীর ছেলে মো. জসিম ও মো. মিন্টুর ছেলে মো. রেজা। জবাইকৃত মহিষের মালিক ছিলেন গজনীদীঘি এলাকার শাহজাহান। মঙ্গবার মহিষটি জবাই করা হয়। 

কোতয়ালী মডেল থানার এসআই রিয়াজ উদ্দিন জানান, অভিযুক্তরা একদিন আগে মহিষটি জবাই করে। আজ দুপুরে নেহালগঞ্জ গজনিদীঘি এলাকা থেকে অটোরিক্সাযোগে ওই মাংস কিনে বরিশালে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো তারা। দপদপিয়া টোলঘর এলাকা অতিক্রমকালে তাদের অবরুদ্ধ করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা