পটুয়াখালী স্বাস্থ্য বিভাগে ৬৪ অক্সিজেন সিলিন্ডার দিল জেলা পরিষদ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-09-2021

পটুয়াখালী স্বাস্থ্য বিভাগে ৬৪ অক্সিজেন সিলিন্ডার দিল জেলা পরিষদ

পটুয়াখালী জেলা পরিষদের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৬৪টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে আজ বুধবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগীর আলম শিপনের কাছে জেলা পরিষদ চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহন এসব অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন মাস্ক হস্তান্তর করেন।

অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মেদ, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. লোকমান হাকিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম।

সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাংগীর আলম শিপন বলেন, বর্তমান সময় করোনার সংক্রমণ হার অনেকটা কম থাকলেও যেকোন সময় আক্রান্তের হার বৃদ্ধি পেতে পারে। তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা