বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে আটকানো কঠিন হবে: ম্যাক্সওয়েল


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-09-2021

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে আটকানো কঠিন হবে: ম্যাক্সওয়েল

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সম্ভাবনা নিয়ে দারুণ আশাবাদী গ্লেন ম্যাক্সওয়েল। আগ্রাসী এই ব্যাটসম্যানের মতে, ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার আছে তাদের দল।

বিশ্বকাপের আগে দু'টি সিরিজে তারা ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে হেরে গেছে ৪-১ ব্যবধানে। তবে এই সিরিজগুলোয় নিজেদের সেরা ক্রিকেটারদের পায়নি অস্ট্রেলিয়া। বিশ্বকাপে আছেন সম্ভাব্য সেরাদের প্রায় সবাই। আইসিসির ওয়েবসাইটের সঙ্গে আলাপচারিতায় ম্যাক্সওয়েল বললেন, কার্যকর ক্রিকেটার দলে অনেক বলেই তার আশাও বেশি।

তিনি বলেন, “আমাদের লাইন-আপের দিকে তাকান, ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার দিয়ে ভরা একটি দল। এমন সব ক্রিকেটার আছে, নিজেদের দিনে যারা প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ কেড়ে নিতে পারে। প্রতিটি দিনই আমাদের একেকজন ক্রিকেটারের সুযোগ দলকে জেতানোর। আমরা যদি তা নিতে পারি (সুযোগ), তাহলে আমাদেরকে থামানো যে কোনো দলের জন্য কঠিন হবে।”

ম্যাক্সওয়েলের মতে, শুরুটা ভালো করতে পারা দল টুর্নামেন্টে দৃঢ়পায়ে এগিয়ে যেতে পারবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)