চ্যাম্পিয়নস লিগের রাতে মাঠে নামছে পিএসজি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-09-2021

চ্যাম্পিয়নস লিগের রাতে মাঠে নামছে পিএসজি

চ্যাম্পিয়নস লিগ জিততেই লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছে পিএসজি। সেই অভিযানে প্রথম প্রতিপক্ষ ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দেশ বেলজিয়াম প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে পিএসজি।

এই ম্যাচে অভিষেক হতে পারে মেসি, নেইমার, এমবাপ্পের বিখ্যাত সেই ত্রয়ী ‘এমএনএম’-এর। মৃত্যুকূপ খ্যাত গ্রুপ ‘এ’র অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লিপজিগ। এ ছাড়া আজ চ্যাম্পিয়নস লিগের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ইন্টার মিলানের বিপক্ষে, লিভারপুলের প্রতিপক্ষ এসি মিলান আর নবাগত মলদোভার ক্লাব শেরিফ খেলবে শাখতারের সঙ্গে।

ম্যাচের আগে পিএসজি কোচ  মরিসিও পচেত্তিনো বলেন, ‘আমি ভাবতেই পারিনি মেসি আসবে পিএসজিতে। আশা করছি, দু'জন মিলে পূরণ করতে পারব পিএসজির স্বপ্ন।’

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা