প্রথমবারের মতো হজের সময় নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন নারী সেনারা


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-07-2021

প্রথমবারের মতো হজের সময় নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন নারী সেনারা

সৌদি আরবে প্রথমবারের মতো হজের সময় মক্কা ও মদিনার নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন নারী সেনারা। গত এপ্রিল থেকে মক্কা এবং মদিনায় নিরাপত্তার দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন একাধিক নারী। খবর রয়টার্সের।

সৌদি নারী সেনা মোনা জানান, আমার বাবাও সেনাবাহিনীতে ছিলেন। সেনাসদস্য হতে তিনিই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি তার পদাঙ্ক অনুসরণ করছি। হাজিদের সেবা করতে পারাটা খুবই মহৎ এবং সম্মানের কাজ।আরেক নারী সেনা সামার জানান, পরিবারের উৎসাহ পেয়ে আমি সেনাবাহিনীতে যোগ দিয়েছি। আমাদের কাছে এটা অনেক বড় সাফল্য। ধর্ম, দেশ এবং আল্লাহর অতিথিদের কাজে নিয়োজিত থাকতে পারার মতো গর্ব আর কোথাও নেই।

সৌদি ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার পরিকল্পনা ‘ভিশন ২০৩০’ এর অধীনে নারীদের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। গাড়িচালনার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। অভিভাবকদের অনুমতি ছাড়া প্রাপ্তবয়স্ক নারীদের বাইরে থাকার বিধিনিষেধও প্রত্যাহার করা হয়েছে। পরিবারে নারীদের ক্ষমতা বাড়ানো হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা