সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১১


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-09-2021

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১১

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য রয়েছে। 

মঙ্গলবার মোগাদিসুর ব্যস্ত চায়ের দোকানের কাছে প্রধান সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আত্মঘাতী।

এ ঘটনায় আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখনও তদন্ত চলছে। পরিস্থিতি খতিয়ে দেখা গেছে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

তিনি জানান, হামলার ঘটনায় কমপক্ষে ছয় নিরাপত্তা সদস্য এবং বেশ কয়েজন বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহামেদ হুসেইন রোবল। একে নির্বিচারে হামলার ঘটনা বলে উল্লেখ করেছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা