দারাজের সপ্তম বর্ষপূর্তি সেলে বিক্রয়ের শীর্ষে রিয়েলমি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-09-2021

দারাজের সপ্তম বর্ষপূর্তি সেলে বিক্রয়ের শীর্ষে রিয়েলমি

সম্প্রতি সেপ্টেম্বর ২ থেকে ৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত দারাজ সপ্তম বর্ষপূর্তি সেলে সর্বাধিক বিক্রিত ব্র্যান্ড রিয়েলমি। 

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী, দেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা রিয়েলমি, এই ক্যাম্পেইন চলাকালীন স্মার্টফোন ব্যবহারকারী ও অনুরাগীদের জন্য এর কিছু নির্দিষ্ট ফোনে আকর্ষণীয় অফার প্রদান করেছে। এই ক্যাম্পেইনে রেকর্ড সংখ্যক রিয়েলমি ফোন বিক্রি হয়। 

দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন বলেন, আমাদের সেলাররা এবং সহযোগীরা আমাদের প্রিয় অংশীদার যাদের সাথে আমরা বাজারে শীর্ষস্থানীয় হওয়ার আনন্দ সবসময়ই ভাগাভাগি করে নেই। গতবারের মত এবারো  রিয়েলমি দারাজের সপ্তম অ্যানিভার্সারি ক্যাম্পেইনে 'টপ সেলিং' ব্র্যান্ড হয়ে উঠেছে।

এই ক্যাম্পেইনে কয়েকটি রিয়েলমি স্মার্টফোন, যেমন- সি২১ (৩/৩২), সি২১ (৪/৬৪), সি২০এ, সি২৫ এস (৪/৬৪), সি২৫ এস (৪/১২৮), রিয়েলমি ৮ প্রো ও নারজো ৩০ দারুণ অফারে পাওয়া গেছে। রিয়েলমি ফ্যানরা ৭ শতাংশ পর্যন্ত ছাড়ে ফোন কেনার সুযোগ পেয়েছেন। পাশাপাশি প্রি-পেমেন্টে পেয়েছেন, আরো ১০ শতাংশ পর্যন্ত ছাড়!

রিয়েলমি আগামী তিন বছরে তরুণ ব্যবহারকারীদের জন্য ১০ কোটি ৫জি ফোন আনার লক্ষ্যে ৫জি পণ্যের একটি বৈচিত্র্যময় পোর্টফোলিও তৈরি করছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা