শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করলো ইউসেট


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-09-2021

শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করলো ইউসেট

জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের রবিরার পুরস্কার তুলে দিয়েছে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) কর্তৃপক্ষ। ‘শোকাবহ ১৫ আগস্ট : রক্তাক্ত ইতিহাস’ শিরোনামে আয়োজিত রচনা প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অস্ট্রেলিয়া থেকে অনলাইনে প্রধান অতিথি ছিলেন ইউসেট ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসাবে ইউসেট ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলাম এবং ট্রাস্টি বোর্ড সদস্য  এম মোরতাজা হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রধান ড. জেবুন্নাহার।

প্রতিযোগিতায় অংশ নিয়ে  প্রথম স্থান অধিকার করেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী এডিসন বাড়ৈ। দ্বিতীয় স্থান অধিকার করেন ঢাকা ইউনিভার্সিটি অব ইন্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (ডুয়েট) শিক্ষার্থী মো: পাপ্পু হোসাইন এবং তৃতীয় স্থান অধিকার করেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা আকিয়ার। 

উল্লেখ্য, ইউসেট গত বছরের ২০১৯ সালের ২৮ আগস্ট সরকারি অনুমোদন লাভ করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি নিয়ে চারটি বিভাগ- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইংরেজি সাহিত্য, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন(বিবিএ) ও অর্থনীতি বিভাগে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। 



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা