ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক বিতরণ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-09-2021

ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক বিতরণ

মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে দুইশ' শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। করোনা মহামারি থেকে সুরক্ষা পেতে আওয়ামী লীগ নেতা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুজ জাহের সাজু এ আয়োজন করেন। 

রামগতি উপজেলার দক্ষিণ পশ্চিম চর রমিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ মঙ্গলবার সকালে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান, সহকারি শিক্ষা কর্মকর্তা হরিদাস সরকার, ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, করোনাকালীন এসময়ে উৎসাহ দিতে চরাঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় বিত্তবানরা এগিয়ে আসলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ সম্ভব। এতে শিক্ষার হার বাড়বে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা