প্রাণ ফিরে পেল ১১৫ মেডিকেল কলেজ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-09-2021

প্রাণ ফিরে পেল ১১৫ মেডিকেল কলেজ

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর দেশের ১১৫টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস শুরু হয়েছে। এর মাধ্যমে মেডিকেল কলেজগুলোর ক্যাম্পাসে ফিরেছে প্রাণ। গতকাল সোমবার ক্লাস শুরুর পর প্রথম দিনই প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আসেন।

করোনা ভাইরাস মহামারির শুরুতে গত বছর ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় গত ২ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারা। এর মধ্যে রবিবার দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তার পরদিনই শুরু হলো মেডিকেলের ক্লাস।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা