ভিক্ষুকের মাসিক আয় ৭০ হাজার রুপি, আছে দু’টি অ্যাপার্টমেন্ট


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-09-2021

ভিক্ষুকের মাসিক আয় ৭০ হাজার রুপি, আছে দু’টি অ্যাপার্টমেন্ট

ভারতের এক জন ‘ধনী’ ভিখারি হলেন ভারত জৈন। সম্প্রতি তাকে ভারতের সবচেয়ে ‘ধনী’ ভিখারি তকমা দিয়ে খবর ছেপেছে ভারতের সংবাদমাধ্যমগুলো। ভারত মূলত মুম্বাইয়ের আজাদ ময়দানে ভিক্ষা করেন। তার সম্পত্তির পরিমাণ ২ কোটি রুপির বেশি।

৫০ ঊর্ধ্ব বয়সী ভারতের মাসিক আয় ৭৫ হাজার রুপির বেশি। শুধু তাই নয়, ভারতের দু’টি অ্যাপার্টমেন্ট আছে। যার এক একটির দাম ৭০ লাখ রুপি। বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলে নিয়ে ভারতের সংসার। ভিক্ষা করা ছাড়াও ভারতের একটি দোকান আছে। ওই দোকান ভাড়া দিয়ে মাসে ১০ হাজার রুপি পান তিনি।

শুধু ভারতই নন, এই তালিকায় রয়েছেন কলকাতার লক্ষ্মী দাসও। ১৯৬৪ সাল থেকে মাত্র ১৬ বছর বয়স থেকেই ভিক্ষা শুরু করেন লক্ষ্মী। জীবনের প্রায় পঞ্চাশ বছর ভিক্ষা করেই অর্থ সংগ্রহ করেছেন। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, লক্ষ্মীর মাসিক আয় ৩০ হাজার টাকা। ব্যাঙ্কে বিপুল টাকা গচ্ছিত রয়েছে তার।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা