লঞ্চ থেকে ৪ শিশুকে নদীতে ফেলে দেয়ার ঘটনায় মামলা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-09-2021

লঞ্চ থেকে ৪ শিশুকে নদীতে ফেলে দেয়ার ঘটনায় মামলা

ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ইমাম হাসান-৫ লঞ্চ থেকে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চার শিশুকে ফেলে দেয়ার অভিযোগে লঞ্চটির অজ্ঞাত স্টাফদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. লুৎফর রহমান।

তিনি বলেন, লঞ্চের অজ্ঞাত স্টাফদের এ মামলার আসামি করা হয়েছে। মামলার তদন্ত করছে মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের এস আই আলামিন মুন্সী। এখনও কেউ গ্রেফতার হয়নি বলে তিনি জানান। এ ঘটনায় উদ্ধার হওয়া দুই শিশু হলো- মেহেদুল হাসান (১৩), সাকিব হাসান (১৩)। ঘাটে পাওয়া অপর দুই শিশু হলো- তারিকুল ইসলাম(১০), সিয়াম (১৩)।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা