প্রথমবারের মতো ক্যাম্পাসে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরাবরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-09-2021

প্রথমবারের মতো ক্যাম্পাসে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরাবরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ

দীর্ঘ দেড় বছর পর খুলেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ। কিন্তু সোমবার প্রথম দিনে ক্লাশ হয়নি। নতুন বর্ষের শিক্ষার্থীরা প্রথম দিন শিক্ষক এবং সহপাঠীদের সাথে পরিচিত হয়েছেন। তারা আবাসন গুছিয়ে নিচ্ছেন।

এর আগে থেকেই অনলাইন ক্লাশ হতো এমবিবিএস ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ এবং চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের। আগামী ২-৩ দিনের মধ্যে সকল বর্ষের সরাসরি ক্লাশ শুরু হবে বলে জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান।

করোনা সংক্রমণ ঠেকাতে গত বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের দিন থেকেই সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ১৭ মাস ২৪ দিন পর রবিবার খুলেছে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান। এর একদিন পর সোমবার খুলেছে মেডিকেল কলেজ। তবে প্রথম দিন কোনো ক্লাশ হয়নি। নতুন বর্ষের শিক্ষার্থীরা সহপাঠী এবং শিক্ষকদের সাথে পরিচিত হয়েছেন। ঠিকঠাক করছেন আবাসন।

শের-ই বাংলা মেডিকেল কলেজে প্রতি বছর নতুন বর্ষের ক্লাশ শুরু হয় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে। কিন্তু এবার করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় ক্লাশ হয়নি তাদের। শিক্ষাবর্ষ শুরুর ৮ মাস পর সোমবার প্রথমবারের মতো ক্যাম্পাসে এসেছেন শিক্ষার্থীরা। মেডিকেল কলেজ খুলে দেওয়ায় খুশি শিক্ষার্থীরা।

এদিকে, মেডিকেল কলেজের অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা জানান, করোনাকালে অনলাইন ক্লাশ হলেও সেটা পরিপূর্ণ ছিল না। বিগত দিনগুলো একেবারেই বিফলে গেছে তাদের। ব্যবহারিক এবং ক্লিনিক্যাল ক্লাশে সরাসরি অংশগ্রহণ খুবই জরুরি ছিল তাদের। এখন ক্যাম্পাস খুলে দেওয়ায় বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে চান তারা।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান বলেন, সরকার প্রথমবর্ষ, দ্বিতীয় বর্ষ এবং ৫ম বর্ষের সরাসরি পাঠদানের অনুমতি দিয়েছে। ব্যবহারিক এবং ক্লিনিক্যাল ক্লাশের জন্য সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু খুবই দরকার ছিল। এ লক্ষ্যে ইতিমধ্যে ৯৮ ভাগ শিক্ষার্থীকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে। বাকি শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হচ্ছে। সোমবার প্রথম দিন নতুন শিক্ষার্থীরা সবার সাথে পরিচিত হয়েছে। এখন তারা আবাসন গুছিয়ে নিচ্ছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সরাসরি ক্লাশ কার্যক্রম শুরুর কথাও বলেন তিনি।

প্রসঙ্গত, মেডিকেল কলেজের প্রতি ব্যাচে এমবিবিএস শিক্ষার্থী ২৩০ জন এবং ডেন্টাল শিক্ষার্থী ৫০ জন করে

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা