আমেরিকাকে বিচারের আওতায় আনার দাবি উত্তর কোরিয়ার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-09-2021

আমেরিকাকে বিচারের আওতায় আনার দাবি উত্তর কোরিয়ার

আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে গত বিশ বছর ধরে মার্কিন বাহিনী যে দখলদারিত্ব কায়েম করেছে এবং অপরাধযজ্ঞ চালিয়েছে তার বিচার দাবি করেছে উত্তর কোরিয়া। 

দেশটি বলেছে, মার্কিন সেনারা আফগানিস্তানে যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা সরাসরি মানবতাবিরোধী অপরাধ।

রবিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানে গণভাবে ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালানোর জন্য আমেরিকার বিরুদ্ধে ন্যায্য বিচারের পদক্ষেপ নিতে বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে দাবি উঠেছে। আফগানিস্তানে এসব অপরাধযজ্ঞ চালানোর জন্য দায়ী মূল ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

বিবৃতিতে আরও বলেছে, ন্যায় বিচার এবং মানবাধিকার রক্ষার ধোয়া তুলে আমেরিকা বিশ্বের বিভিন্ন অংশে এই ধরনের হত্যাকাণ্ড ও অপরাধযজ্ঞ চালিয়ে আসছে। নীরিহ নারী-শিশু ও সাধারণ নাগরিকরাও তাদের তাদের হামলা থেকে রক্ষা পায়নি। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা