আনন্দ-শঙ্কার মধ্যেই খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-09-2021

আনন্দ-শঙ্কার মধ্যেই খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

করোনা মহামারির কারণে দীর্ঘ ছুটির পর দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুলেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) স্কুল খোলার প্রথম দিনে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা নিয়েই শিক্ষার্থীরা প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রবেশমুখে গেটে শিক্ষার্থীদেরকে সাদরে বরণ করেছেন শিক্ষকরা। কোথাও কোথাও ফুলের পাপড়ি ছিটিয়ে নেচে, গেয়ে শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

আবার শিক্ষার্থীদের মধ্যে কারো কারো পরনে শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম ছিল না। আবার কেউ কেউ ছোট হয়ে যাওয়া ইউনিফর্ম পরেই হাজির হয়েছে। বন্ধুর পরনে এমন আটোসাটো ইউনিফর্ম দেখে অন্য বন্ধুরা হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে গড়িয়ে পড়েছে। প্রথম দিনে শিক্ষকরা পাঠদানের পাশাপাশি স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনামূলক বক্তব্য দিয়েছেন। শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা