হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ২ রিকশাচালকের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-09-2021

হবিগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ২ রিকশাচালকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুতায়িত হয়ে দুই রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে মাধবপুর পৌর শহরের একটি সিএনজি পাম্পের নিকট এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আন্দিউড়া ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের সাদেক মিয়ার ছেলে সুজন মিয়া ও বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে সাহেদ মিয়া।

স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে স্থানীয় একটি গ্যারেজ থেকে রিকশা বের করার সময় সাহেদ মিয়া বিদ্যুতায়িত হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সুজন মিয়াও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা