সময়মত পৌঁছায়নি করোনার টিকা, কার্যক্রম বন্ধ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-09-2021

সময়মত পৌঁছায়নি করোনার টিকা, কার্যক্রম বন্ধ

ঢাকা থেকে সময়মত কোভিড-১৯ ভ্যাকসিন এসে না পৌছানোর কারণে সোমবার একযোগে কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে করোনার টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণাও দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে 'অনিবার্য কারণবশত আজ ১৩ সেপ্টেম্বর সোমবার কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে কোভিড-১৯ টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।' 

সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত ১ম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উভয় ডোজ টিকা নিয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ। জেলায় বর্তমানে সিনোফার্মের উভয় ডোজ টিকা কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ সাতটি কেন্দ্রে প্রদান করা হচ্ছিল। রবিবার বরাদ্দের এক লাখ টিকা ঢাকা থেকে কুষ্টিয়া এসে পৌছানোর কথা ছিল। কিন্তু পথিমধ্যে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় টিকা কুষ্টিয়ায় এসে পৌছায়নি। স্টকে থাকা টিকা ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে। 

তিনি জানান, এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঢাকায় যোগাযোগ করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ঢাকা থেকে টিকাবাহী গাড়ি কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। ভোরের মধ্যে গাড়ি এসে পৌঁছানোর কথা। গাড়ি সময়মত কুষ্টিয়ায় এসে না পৌঁছালে আগামীকাল মঙ্গলবারও টিকা কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন। 

 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা