খেলনা পিস্তল ঠেকিয়ে সোয়া তিন লাখ টাকা ছিনতাই, অতঃপর…


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-09-2021

খেলনা পিস্তল ঠেকিয়ে সোয়া তিন লাখ টাকা ছিনতাই, অতঃপর…

 

দিনাজপুরের বিরল উপজেলায় এক ব্যবসায়ীর মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে তিন লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে মশিউর রহমান আশিক (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপির ভগবানপুর গ্রামের বাসা থেকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভুক্তভোগী ব্যবসায়ী আল আমিন আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

বিরল থানার ওসি ফখরুল ইসলাম জানান, আশিক দীর্ঘদিন ধরে আল আমিন আলীর দোকান থেকে বাকিতে মোবাইল রিচার্জ ও বিকাশে টাকা নিয়ে আসছিলেন। আশিকের কাছে দোকানদারের ৪৭ হাজার ৬২৬ টাকা পাওনা ছিল। রবিবার দুপুরে আশিক ওই দোকানের সামনে আসলে দোকানদার বকেয়া আদায়ের জন্য কথা বললে সে ক্ষিপ্ত হয়ে কোমরে থাকা একটি খেলনা পিস্তল তার মাথায় ঠেকিয়ে ক্যাশ বাক্সে রাখা তিন লাখ ২৫ হাজার টাকা নিয়ে যান। পরে আশেপাশের অন্যান্য ব্যবসায়ীরা বিষয়টি জানতে পেরে দিনাজপুর-সেতাবগঞ্জ সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ওই দোকানদার সন্ধ্যা সাড়ে ৭টায় থানায় একটি ছিনতাইয়ের মামলা করেন। এরপর অভিযান চালিয়ে আশিককে বাড়ি থেকে গ্রেপতার করে থানায় নিয়ে আনা হয়। এসময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা