ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে চলছে প্রতিমা তৈরি, ব্যস্ত কারিগররা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-09-2021

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে চলছে প্রতিমা তৈরি, ব্যস্ত কারিগররা

আর ক’দিন বাদেই মর্ত্যে আসছেন দেবী দুর্গা। তাইতো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের প্রতিমা শিল্পীরা। লকডাউন শিথিল হওয়ার কারণে এবার বেড়েছে কাজের চাপ। তাই রাত-দিন পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গাকে। করোনা পরিস্থিতিতে যেন স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সে ব্যাপারে প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরাও।

সরেজমিন গিয়ে দেখা জানা গেছে শিল্পীর নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। নিখুঁতভাবে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা দেবীকে। পাশাপাশি চলছে লক্ষ্মী, স্বরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা তৈরির কাজ। কোন মণ্ডপে চলছে কাঠামো তৈরি আবার কোথায় করা হচ্ছে মাটির কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব ঘনিয়ে আসায় ঝিনাইদহে যেন দম ফেলার ফুরসরত নেই প্রতিমা তৈরির কারিগরদের। লকডাউন শিথিল হওয়ায় এবার কাজের চাপ বেশি। তাইতো ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে তাদের। তবুও খুশি তারা। নতুনত্ব কিছু দিতে না পারলেও সাধ্যমত চেষ্টা করছেন দেবী দুর্গাকে সাজাতে, এমনটিই জানালেন কারিগরা। 

আর সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে বেড়েছে সবপ্রকার উপকরণের দাম। তাইতো এবার খরচ একটু বেশি। জেলা পূজা উদযাপন পরিষদের দেওয়া তথ্য মতে, এ বছর জেলার ৬ উপজেলায় ৪৩২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আগামী ১১ অক্টোর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস জানান, দুর্গোৎসব পালনে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন। তবে করোনা পরিস্থিতি এখনও সম্পূর্ণভাবে নির্মূল হয়নি। সেই জন্য স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গনে আসতে হবে। সেকারনে স্ব-স্ব মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনাও দেওয়া হয়েছে। 

এদিকে, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা