সাত সমুদ্র তেরো নদীর ওপারে তাদের ঈদ


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-07-2021

সাত সমুদ্র তেরো নদীর ওপারে তাদের ঈদ

মা-বাবা আত্মীয়-স্বজনকে ছাড়া বিদেশে আরেকটি ঈদ পার করতে হলো জাতীয় দলের ক্রিকেটারদের। পেশাদার জীবনের বাস্তবতায় সাত সমুদ্র তেরো নদীর ওপারের এই ঈদে তামিম ইকবালরা হোমসিকনেস দুর করছেন ‘দ্বিতীয় পরিবারের’ ছোঁয়ায়।

ওয়ানডে দলের অধিনায়ক তামিম তার ফেইসবুক পোস্টে গোটা দলের একটা ছবি পোস্ট করেছেন। জিম্বাবুয়ের মাটিতে নামাজ শেষ করে সবাই মিলে তোলা এই ছবির ক্যাপশনে তামিম ওই দ্বিতীয় পরিবারের কথা উল্লেখ করেছেন।

দেশসেরা ওপেনার বুধবার লিখেছেন, ‘বাড়ি থেকে দূরে দ্বিতীয় পরিবারের সঙ্গে ঈদের নামাজ। ’

‘ঈদুল আজহায় আল্লাহর বরকত লাভ করুন। প্রার্থনা আর এই ত্যাগ কখনোই বৃথা যাবে না। ’

জিম্বাবুয়েতে ঈদ উপলক্ষে খুব একটা আমেজ থাকে না। হারারে শহরে ঈদ গতকাল না আজ, সে বিষয়ে নিশ্চিত হতে ক্রিকেটারদের বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। শেষ পর্যন্ত তাদের অনিশ্চয়তা দূর করেন জিম্বাবুয়ে দলের মুসলিম ক্রিকেটার সিকান্দার রাজা।

তার কাছে ফোন করে ক্রিকেটাররা জানতে পারেন, বাংলাদেশের মতো জিম্বাবুয়েতেও ঈদ বুধবারই।

ক্রিকেটাররা এর আগে যতবার বিদেশে ঈদ করেছেন, বাইরে ঘোরাফেরার সুযোগ পেয়েছেন। তবে এবার জৈব সুরক্ষাবলয়ের কারণে কেউ হোটেলের বাইরে যেতে পারেননি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা