নাজিরপুরে আওয়ামী লীগ সম্পাদকের স্থাপনা উচ্ছেদ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-09-2021

নাজিরপুরে আওয়ামী লীগ সম্পাদকের স্থাপনা উচ্ছেদ

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খানের দখলে থাকা স্থাপনাকে অবৈধ বলে উচ্ছেদ করছেন প্রশাসন। রবিবার দিনব্যাপী জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে মোশারেফ হোসেনের দাবি তার পৈতৃক সম্পত্তি এটা এবং হাইকোর্টে মামলা চলমান রয়েছে।

 
উপজেলা ভূমি অফিস সূত্র জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন খান উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের প্রায় অর্ধ একর সরকারী জমি (৫০ শতাংশ) গত প্রায় ৩০ বছর ধরে অবৈধ ভাবে দখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া দিচ্ছেন। সম্প্রতি ওই জমি সরকারী কাজে লাগলে তাকে উচ্ছেদের নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি সে নোটিশ অমান্য করে পুনরায় সেখানে ঘর তৈরি করছেন। 

এ ব্যাপারে মো. মোশারেফ হোসেন খান জানান, এটা তার পৈতৃক সম্পত্তি এবং হাইকোর্টে মামলা চলমান রয়েছে। সেখানে ১৫টি আধা পাকা ঘরসহ একটি পাকা ভবন নির্মাণ করা হয়েছিলো। সে ভবনসহ ওই জমিতে থাকা সকল স্থাপনা অবৈধভাবে ভেঙে ফেলা হয়েছে। আর তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, ওই জমিটি সরকারী খাস জমি। জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা